Hanuman Chalisa Lyrics in Bengali

হানমান চালিসা বাংলা

শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি |

বরণৌ রঘুবর বিমলয়শ জো দায়ক ফলচারি ||

 

বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার | বল বুদ্ধি বিদ্য়া দেহু মোহি হরহু কলেশ বিকার ||

চৌপাঈ

জয় হনুমান জ্ঞান গুণ সাগর |

জয় কপীশ তিহু লোক উজাগর || 1 ||

রামদূত অতুলিত বলধামা |

অংজনি পুত্র পবনসুত নামা || 2 ||

মহাবীর বিক্রম বজরঙ্গী |

কুমতি নিবার সুমতি কে সঙ্গী ||3 ||

কংচন বরণ বিরাজ সুবেশা |

কানন কুংডল কুংচিত কেশা || 4 ||

হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ |

কাংথে মূংজ জনেবূ সাজৈ || 5||

শংকর সুবন কেসরী নন্দন |

তেজ প্রতাপ মহাজগ বন্দন || 6 ||

বিদ্য়াবান গুণী অতি চাতুর |

রাম কাজ করিবে কো আতুর || 7 ||

প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া |

রামলখন সীতা মন বসিয়া || 8||

সূক্ষ্ম রূপধরি সিয়হি দিখাবা |

বিকট রূপধরি লংক জরাবা || 9 ||

ভীম রূপধরি অসুর সংহারে |

রামচংদ্র কে কাজ সংবারে || 1০ ||

লায় সংজীবন লখন জিয়ায়ে |

শ্রী রঘুবীর হরষি উরলায়ে || 11 ||

রঘুপতি কীন্হী বহুত বডায়ী |

তুম মম প্রিয় ভরতহি সম ভায়ী || 12 ||

সহস বদন তুম্হরো য়শগাবৈ |

অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবৈ || 13 ||

সনকাদিক ব্রহ্মাদি মুনীশা |

নারদ শারদ সহিত অহীশা || 14 ||

য়ম কুবের দিগপাল জহাং তে |

কবি কোবিদ কহি সকে কহাং তে || 15 ||

তুম উপকার সুগ্রীবহি কীন্হা |

রাম মিলায় রাজপদ দীন্হা || 16 ||

তুম্হরো মন্ত্র বিভীষণ মানা |

লংকেশ্বর ভয়ে সব জগ জানা || 17 ||

য়ুগ সহস্র য়োজন পর ভানূ |

লীল্য়ো তাহি মধুর ফল জানূ || 18 ||

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী |

জলধি লাংঘি গয়ে অচরজ নাহী || 19 ||

দুর্গম কাজ জগত কে জেতে |

সুগম অনুগ্রহ তুম্হরে তেতে || 2০ ||

রাম দুআরে তুম রখবারে |

হোত ন আজ্ঞা বিনু পৈসারে || 21 ||

সব সুখ লহৈ তুম্হারী শরণা |

তুম রক্ষক কাহূ কো ডর না || 22 ||

আপন তেজ তুম্হারো আপৈ |

তীনোং লোক হাংক তে কাংপৈ || 23 ||

ভূত পিশাচ নিকট নহি আবৈ |

মহবীর জব নাম সুনাবৈ || 24||

নাসৈ রোগ হরৈ সব পীরা |

জপত নিরংতর হনুমত বীরা || 25 ||

সংকট সেং হনুমান ছুডাবৈ |

মন ক্রম বচন ধ্য়ান জো লাবৈ || 26 ||

সব পর রাম তপস্বী রাজা |

তিনকে কাজ সকল তুম সাজা || 27 ||

ঔর মনোরধ জো কোয়ি লাবৈ |

তাসু অমিত জীবন ফল পাবৈ || 28 ||

চারো য়ুগ পরিতাপ তুম্হারা |

হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা || 29 ||

সাধু সন্ত কে তুম রখবারে |

অসুর নিকন্দন রাম দুলারে || 3০ ||

অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা |

অস বর দীন্হ জানকী মাতা || 31 ||

রাম রসায়ন তুম্হারে পাসা |

সাদ রহো রঘুপতি কে দাসা || 32 ||

তুম্হরে ভজন রামকো পাবৈ |

জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ || 33 ||

অংত কাল রঘুবর পুরজায়ী |

জহাং জন্ম হরিভক্ত কহায়ী || 34 ||

ঔর দেবতা চিত্ত ন ধরয়ী |

হনুমত সেয়ি সর্ব সুখ করয়ী || 35 ||

সংকট কটৈ মিটৈ সব পীরা |

জো সুমিরৈ হনুমত বল বীরা || 36 ||

জৈ জৈ জৈ হনুমান গোসায়ী |

কৃপা করো গুরুদেব কী নায়ী || 37 ||

জো শত বার পাঠ কর কোয়ী |

ছূটহি বন্দি মহা সুখ হোয়ী || 38 ||

জো য়হ পডৈ হনুমান চালীসা |

হোয় সিদ্ধি সাখী গৌরীশা || 39 ||

তুলসীদাস সদা হরি চেরা |

কীজৈ নাথ হৃদয় মহ ডেরা || 4০ ||

 

Iদোহা

 

পবন তনয় সঙ্কট হরণ – মঙ্গল মূরতি রূপ |

রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ ||

 

সিয়াবর রামচন্দ্রকী জয় | পবনসুত হনুমানকী জয় | বোলো ভায়ী সব সন্তনকী জয় |

 

হিন্দু পুরাণ অনুসারে বেগালিতে হনুমান চালিশা রচিত হয় নিয়মিতভাবে হনুমানকে খুশি করার এবং তাঁর আশীর্বাদ পেতে সবচেয়ে শক্তিশালী উপায়।

 

 

FAQs

মঙ্গলবার ৩ বার হনুমান চালিসা পাঠ করা শুভ বলে মনে করা হয়। পাঠ করার আগে একটি জল ভর্তি পাত্র রাখুন, হনুমান চালিসার পাঠ শেষ হয়ে গেলে সেই জলটি গ্রহণ করুন। চালিসা পাঠ করার আগে, অবশ্যই ভগবান গণেশের ধ্যান করতে হবে। এর সঙ্গে আপনার বংশের দেবতাদের অর্থাৎ কূল দেবতাদেরও স্মরণ করতে হবে।

কমপক্ষে ৩ বার থেকে ১০৮ বার পর্যন্ত চালিসা পাঠ করুন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করার সময় শরীর ও মন দুটোই পরিষ্কার থাকতে হবে। খাদ্য ও আচার-আচরণে বিশুদ্ধতার দিকে নজর দিতে হবে। হনুমান চালিসা পাঠ করার সময় আমিষ খাবার বা মদ্যপান এড়িয়ে চলুন।

রাতে হনুমান চালিশা পাঠ করলে মানসিক শান্তি ও মনের জোর বৃদ্ধি পায়। শাস্ত্র মতে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাতে হনুমান চালিশা পাঠ করলে কর্ম জীবনে বিশেষ উন্নতি ঘটতে দেখা যায়। দৈনন্দিন জীবনে আমরা অজান্তেই যে সব পাপ কাজ করে ফেলি, তার অনেকটা কেটে যায় রাতে হনুমান চালিশা পাঠ করলে।

হনুমান চালিশা হল রামায়ণের অন্যতম মুখ্য ব্যক্তিত্ব হনুমানের প্রতি নিবেদিত অওধী ভাষায় লিখিত একটি জনপ্রিয় ভক্তিমূলক চালিশা অর্থাৎ চল্লিশটি চৌপাই নিয়ে রচিত কবিতা। জনপ্রিয় মত হল এটি রচনা করেন রামচরিতমানস রচয়িতা কবি তুলসীদাস, সাম্ভাব্য রচনাকাল ১৫৭৫ খ্রীষ্টাব্দ।

হনুমান চালিসা জপ করার কোন পদ্ধতি নেই আপনি যে কোন সময় জপ করতে পারেন। শুধু তিনিই নন, সনাতন ধর্মের অন্যান্য দেবতাদের নাম আপনি জপ করতে পারেন কারণ ভগবান সময় বা স্থান দেখেন না তিনি কেবল তাঁর প্রতি আপনার ভক্তি দেখেন।

হনুমান চালিসায় লেখা ছিল “জো সাত বার পথ কর কোন চুথাই বান্ধি মহাসুখ হোই”।

Tag

Hanuman Chalisa in Bengali Lyrics ·॥ দোহা ॥ ·॥ ধ্যানম্ ॥ ·॥ চৌপাঈ ॥ ·॥ দোহা ॥ · Hanuman Chalisa in Bengali, lyrics of hanuman chalisa in bengali, hanuman chalisa in bengali pdf hanuman chalisa lyrics in english, hanuman chalisa in bengali pdf, hanuman chalisa in bengali, hanuman chalisa in bengali meaning,hanuman chalisa in bengali version, hanuman chalisa in bengali pdf download, full bangla full hanuman chalisa in bengali, hanuman chalisa in bengalia language, hanuman chalisa in bengali lyrics,

সম্পূর্ণ হনুমান চালিশা, হনুমান চালিশা বাংলা ভাষায় full, 
হনুমান চালিশা মন্ত্র পাঠ, হনুমান চালিশা বাংলা ভাষায় download, হনুমান চালিশা পাঠ করার নিয়ম, shiv chalisa in bengali

 hanuman chalisa, hanuman chalisa lyrics, हनुमान चालीसाhanuman ji, hanuman chalisa pdf, hanuman chalisa in hindi, hanuman chalisa bengali pdf, hanuman chalisa image, hanuman chalisa in kannada pdf, hanuman chalisa lyrics in bengali, hanuman chalisa lyrics in tamil, hanuman bhajan lyrics, hanuman chalisa english pdf, hanuman chalisa lyrics in bengali pdf, hanuman chalisa in bengali lyrics image hanuman chalisa in bengali lyrics pdf, hanuman chalisa full lyrics in bengali, hanuman chalisa lyrics in bengali pdf free download, hanuman chalisa lyrics in bengali language, hanuman chalisa lyrics meaning in bengali, shree hanuman chalisa lyrics in bengali, download hanuman chalisa lyrics in bengali

হনুমান চালিশা পাঠ করার নিয়ম,

হনুমান চালিশা বাংলা ভাষায় download, hanuman chalisa lyrics in english, hanuman chalisa in bengali pdf, সম্পূর্ণ হনুমান চালিশা, হনুমান চালিশা বাংলা ভাষায় full, হনুমান চালিশা মন্ত্র পাঠ, हनुमान चालीसा हिंदी में pdf, hanuman aarti lyrics, hanuman chalisa hindi mein, hanuman chalisa paath, हनुमान चालीसा चौपाई, हनुमान चालीसा पाठ हिंदी मै photo, hanuman chalisa paath, हनुमान चालीसा, हनुमान चालीसा पाठ हिंदी मै photo,

Jai Shree Ram